x9Vqys1dSq61ciaKAbaEFXEh5M0 Kholabangla: বাড়িয়ে নিন পেনড্রাইভের জায়গা

Menu Bar

Sunday, April 18, 2010

বাড়িয়ে নিন পেনড্রাইভের জায়গা

সাধারণত পেনড্রাইভ এফএটি, এফএটি ৩২ ফাইল পদ্ধতিতে চলে, ফলে এখানে ফাইল সংকোচন করার কোনো সুবিধা পাওয়া যায় না। কিন্তু এনটিএফএস ফাইল পদ্ধতিতে সংকোচন করার সুবিধা রয়েছে। এনটিএফএস ফাইল পদ্ধতিতে পেনড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হয়।
চাইলেপেনড্রাইভকে এফএটি বা এফএটি ৩২ থেকে এনটিএফএসে রূপান্তর করা যায়।এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের Start/Run-এ গিয়ে cmd লিখে কমান্ড খুলুন এবং convert X: /FS:NTFS লিখে এন্টার করুন।X-এর জায়গায় পেনড্রাইভ যে ড্রাইভে রয়েছে সেই অক্ষরটি হবে, যেমন L ড্রাইভে হলে হবে L লিখতে হবে। এবার My computer-এ গিয়ে পেনড্রাইভের আইকনে ডান ক্লিক করে Properties-এ যান। এখান থেকে Compress Drive to Save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে OK চাপুন।
এবার Apply To Sub Folders and Files অপশনে (যদি আসে) OK করে বের হয়ে আসুন। এখন পেনড্রাইভে কোনো ফাইল কপি করলে সেটা খুব বেশি জায়গা নেবে না, ফলে পেনড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হবে।

No comments:

Post a Comment