x9Vqys1dSq61ciaKAbaEFXEh5M0 Kholabangla: মোবাইলের তথ্য আইএমইআই নম্বরে

Menu Bar

Sunday, April 18, 2010

মোবাইলের তথ্য আইএমইআই নম্বরে

প্রতিটি মোবাইল ফোনের স্বতন্ত্র আইএমইআই (IMEI) নম্বর থাকে। এই আইএমইআই নম্বর দ্বারা জানা যায় মোবাইল কোন ব্র্যান্ডের, কোন মডেলের এবং কোথায় তৈরি হয়েছে।
আইএমইআই নম্বর জানা: মোবাইল ফোনে *#06# চাপলে ১৫-১৭ ডিজিটের সিরিয়াল নম্বর বা IMEI নম্বর আসবে। অথবা মোবাইল ফোনের ব্যাটারি খুললে সেটের সঙ্গের স্টিকারে সিরিয়াল নম্বর বা IMEI নম্বর লেখা পাওয়া যাবে।
তথ্য জানা: বিস্তারিত তথ্য জানার জন্য www.zalex.name থেকে Check IMEI সফটওয়্যার নামিয়ে নিয়ে ইনস্টল করে করে চালু করুন। এবার মোবাইল ফোন থেকে প্রাপ্ত ক্রমিক নম্বর বা IMEI নম্বরের প্রথম ৯টি সংখ্যা IMEI অংশে লিখে সার্চ করুন। তাহলে নিচে ব্র্যান্ড, কোন মডেল এবং কোথায় তৈরি, তার তথ্য আসবে।

No comments:

Post a Comment