x9Vqys1dSq61ciaKAbaEFXEh5M0 Kholabangla: অটোরান বন্ধ রাখুন

Menu Bar

Sunday, April 18, 2010

অটোরান বন্ধ রাখুন

বিভিন্ন সময় পেনড্রাইভ ব্যবহারে কম্পিউটারে ভাইরাস ছড়ায়। সাধারণত পেনড্রাইভ কম্পিউটারের সঙ্গে সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে অটোরান হয়, ফলে পেনড্রাইভে কোনো ভাইরাস থাকলে, সেটি সহজেই কম্পিউটারে ছড়িয়ে পড়ে। অটোরান বন্ধ রেখে এ সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। অটোরান বন্ধ করতে Start/Run-এ গিয়ে gpedit.msc লিখে গ্রুপ পলিসি এডিটর খুলুন। এবার উইন্ডোজ এক্সপির ব্যবহারকারীরা Computer Configuration/ Administrative Templates/System-এ যান এবং ভিসতা ব্যবহারকারীরা Computer Configuration/Windows Components/AutoPlay Policies খুলুন। এখন Turn Off AutoPlay নির্বাচিত করুন এবং সব ড্রাইভের অটোরান বন্ধ করতে All drives নির্বাচন করে Enabled করুন। এ ছাড়া উইন্ডোজের যেকোনো সংস্করণে অটোরান বন্ধ করার জন্য Start/Run-এ গিয়ে regedit লিখুন এবং HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer ঠিকানায় যান এবং NoDriveTypeAutoRun অপশনে খুলে hexadecimal ভ্যালু হিসেবে FF লিখে দিন।

No comments:

Post a Comment