x9Vqys1dSq61ciaKAbaEFXEh5M0 Kholabangla: মুছে ফেলুন অপ্রয়োজনীয় ফাইল

Menu Bar

Sunday, April 18, 2010

মুছে ফেলুন অপ্রয়োজনীয় ফাইল

কম্পিউটার ব্যবহারের ফলে জমে থাকা অপ্রয়োজনীয় Prefetch ফাইল কম্পিউটারের গতি কমিয়ে দেয়। সাধারণত Start/Run-এ গিয়ে prefetch লিখে এই ফাইলগুলো মুছে ফেলা যায় (ডিলিট)। ইচ্ছে করলে এই ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যাবে। এ জন্য প্রথমে My computer থেকে আপনার হার্ডডিস্ক ড্রাইভে যান। এখানে কোনো ফাঁকা জায়গায় ডান ক্লিক করে New থেকে Text document-এ যান এবং এটি deleteprefetch নামে সেভ করুন। এবার দুই ক্লিক করে এই ফাইলে প্রবেশ করুন এবং লিখুন del C:\Windows\Prefetch\*.* /Q। এখন File/Save as থেকে All files নির্বাচিত করুন।এবার deleteprefetch.bat নামে এটি সংরক্ষণ (সেভ) করুন। লক্ষ করে দেখুন একটি ব্যাচ ফাইল তৈরি হয়েছে। এবার ব্যাচ ফাইলে দুই ক্লিক করলেই ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

No comments:

Post a Comment