x9Vqys1dSq61ciaKAbaEFXEh5M0 Kholabangla: পেনড্রাইভ ফরমেট না হলে ফরমেট করার উপায়

Menu Bar

Sunday, September 18, 2011

পেনড্রাইভ ফরমেট না হলে ফরমেট করার উপায়

পদ্ধতি ১:

(১)প্রথমে My computer এ যেয়ে right click করুন।

(২)তারপরে Manage এ ক্লিক করুন। দেখবেন computer Management window

আসবে।

(৩)এবার Diskmanagement এ ক্লিক করুন।

দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে।

(৪)এবার আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।

(৫)তারপরে Fomat এ ক্লিক করুন।





পদ্ধতি ২:

(১)প্রথমে স্টাট বাটন থেকে রানে ক্লিক করুন

(২)তারপরে cmd লিখুন

(৩)এবার কমান্ড প্রমপ্টের মধ্যে লিখুন

convert g:/fs:ntfs লিখে ইন্টার চাপুন।

[এখানে g আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার]

(৪)এর পরে পেনড্রাইভ নরমাললি ফরমেট করুন ।





পদ্ধতি ৩:

(১)রান অপশনে যেয়ে Regedit লিখুন

(২)তারপরে যান Mycomputer>HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlset>Control>Storage Device Policies

(৩)ডিলেট করুন Storage Device Policies এই অপশনটি।

(৪)তারপর নরমাললি পেনড্রাইভ ফরমেট করুন।



আশা করছি উপরের দেওয়া পদ্ধতি গুলো দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট করতে পারবেন।

No comments:

Post a Comment