x9Vqys1dSq61ciaKAbaEFXEh5M0 Kholabangla: অপ্রয়োজনীয় প্রোগ্রাম সরিয়ে ফেলুন

Menu Bar

Sunday, April 18, 2010

অপ্রয়োজনীয় প্রোগ্রাম সরিয়ে ফেলুন

অনেক সময় কম্পিউটারে একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চালানো থাকে। এতে কম্পিউটারের গতি কমে যায়। আপনার কম্পিউটারে কী কী
প্রোগ্রাম চালু আছে
তা জানতে Start/Run এ গিয়ে cmd লিখে কমান্ড খুলুন এবং tasklist লিখে Enter চাপুন। যেসব প্রোগ্রাম কম্পিউটারে চালু আছে, তার তালিকা এখানে পেয়ে যাবেন।
এখান থেকে কোনো অপ্রয়োজনীয় প্রোগ্রাম বাদ দিতে চাইলে কমান্ড খুলে করুন এবং taskkill /im programname.exe/f লিখে Enter চাপুন। এখানে programname.exe এর জায়গায় শুধু ওই প্রোগ্রামটির নাম হুবহু লিখলে ওই প্রোগ্রামটি বাদ হয়ে যাবে।

No comments:

Post a Comment