গুগল ওয়েবে তথ্য খোঁজা বা ই-মেইল করা ছাড়াও ব্লগ লেখা, সামাজিক যোগাযোগ, ওয়েব ফটো অ্যালবাম, অনলাইন অফিস স্যুটের মতো আরও বেশ কিছু সেবা দিয়ে থাকে। গুগলে অ্যাকাউন্ট আছে এমন যে কেউ এগুলো ব্যবহার করতে পারবেন।
একজন ব্যবহারকারী গুগলের যে সুবিধা ব্যবহার করছেন সেসব একই স্থান থেকে পরিচালনার জন্য সম্প্রতি গুগল ড্যাশবোর্ড নামের একটি নিয়ন্ত্রণ সাইট তৈরি করেছে। www.google.com/dashboard ঠিকানার সাইটে প্রবেশ করলে গুগলের সেবাগুলোর তালিকা এবং এর প্রতিটি সেবার সংক্ষিপ্ত বর্ণনা পাওয়া যাবে। সবার জন্য উন্মুক্ত করে দেওয়া আছে—এমন সেবাগুলোর পাশে নীল রঙের একটি আইকন দেওয়া থাকে। প্রতিটি সেবার নামের পাশে সেটিংস পরিবর্তন করার জন্যও ওয়েব সংযুক্তিও দেওয়া আছে। এ ছাড়া প্রতিটি সেবার ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তার নীতি দেখা বা পরিবর্তন করার সুবিধা পাওয়া যাবে এই পাতা থেকে। প্রাথমিকভাবে এই পাতায় গুগলের প্রায় ২০টি সেবার নাম থাকে। এই তালিকায় রয়েছে জিমেইল, গুগল ক্যালেন্ডার, গুগল ডক, ওয়েব হিস্ট্রি, অর্কুট, ইউটিউব, পিকাসা, গুগল রিডার ইত্যাদি।
No comments:
Post a Comment