x9Vqys1dSq61ciaKAbaEFXEh5M0 Kholabangla: ফটোশপে বানান পছন্দের আইকন

Menu Bar

Sunday, April 18, 2010

ফটোশপে বানান পছন্দের আইকন

নানা প্রয়োজনেই বিভিন্ন প্রোগ্রামের আইকন বানানোর প্রয়োজন হতে পারে।ইচ্ছামতো আইকন বানাতে হলে বিভিন্ন সফটওয়্যারের সাহায্য নিতে হয়। জনপ্রিয় ছবি সম্পাদনার সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ দিয়েও আপনি সুন্দর আইকন বানাতে পারেন।একটি বাড়তি প্রোগ্রাম (প্লাগ-ইন) দিয়ে ফটোশপ থেকেই আইকন বানিয়ে নিতে পারবেন।
এ জন্য আইসিও (উইন্ডোজ আইকন) ফরম্যাট নামের এই প্লাগ-ইনটি www.telegraphics.com.au/sw/ ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে (ডাউনলোড) আনজিপ করুন। এখন ICOFormat.8BI ফাইলটি কপি করে ফটোশপের প্লাগইন ফোল্ডারে থাকা File Formats (C:\Program Files\Adobe\Adobe Photoshop CS3\Plug-Ins\File Formats) ফোল্ডারে পেস্ট করুন। এবার ফটোশপ চালু করে যেকোনো ছবি পছন্দ করুন এবং সম্পাদনা করুন। ছবিটির সাইজ সর্বোচ্চ ২৫৬*২৫৬ পিক্সেলের হতে হবে। এখন File মেনু থেকে Save As-এ যান এবং Format থেকে ICO (windows icon) (*.ico) নির্বাচন করে ICO ফরম্যাটে সেইভ করুন। প্লাগইনটি ফটোশপের সব সংস্করণে সমর্থন করবে।

No comments:

Post a Comment