ওয়ার্ডে ছবি কাটছাঁট করা ও ছবি সাজানো।
প্রথমে ওয়ার্ড লেখার মধ্যে নির্দিষ্ট ছবিটি বসান (পেষ্ট)। এবার ছবিতে ক্লিক করে ছবিটি নির্বাচন করলে পিকচার পাবেন (না থাকলে ভিউ-এর টুলবারে গিয়ে পিকচারে টিক দিন)।
এখান থেকে Crop বাটন নিয়ে ছবিটি তা আপনার ইচ্ছামতো কেটে ছোট করা যাবে। Text র্যাপিং বাটন থেকে square,tight ইত্যাদি নির্বাচন করে ছবিটি লেখার বিভিন্ন স্থানে বসানো যাবে।
No comments:
Post a Comment