x9Vqys1dSq61ciaKAbaEFXEh5M0 Kholabangla: কোন সফট ছাড়াই পরিবর্তন করুন মাই কম্পিউটার, রিসাইকেল বিন ইত্যাদির আইকন

Menu Bar

Sunday, September 18, 2011

কোন সফট ছাড়াই পরিবর্তন করুন মাই কম্পিউটার, রিসাইকেল বিন ইত্যাদির আইকন

আপনার ডেস্কটপে কি মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস, মাই নেটওয়ার্ক প্লেসেস, রিসাইকেল বিনের আইকন আছে? যদি থাকে তবে আপনি কি তাদের আইকন পরিবর্তন করতে চান?

ডেস্কটপের সকল প্রোগ্রামের শর্টকাট ও ফোল্ডার আইকন সাধারণভাবে অর্থাত রাইট ক্লিক করে পরিবর্তন করা যায় (উদ্দিষ্ট শর্টকাট রাইট ক্লিক করে Properties>Change Icon বা উদ্দিষ্ট ফোল্ডার রাইট ক্লিক করে Properties>Customize>Change Icon)। কিন্তু মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস, মাই নেটওয়ার্ক প্লেসেস, রিসাইকেল বিনের আইকন এ পদ্ধতিতে পরিবর্তন করা যায় না। এদের আইকন পরিবর্তন করার জন্য ডেস্কটপের যে কোন খালি জায়গায় রাইট ক্লিক করে Properties ক্লিক করুন। প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Desktop ট্যাবে ক্লিক করুন। এবার Customize Desktop বাটনে ক্লিক করুন। প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে General ট্যাবে ক্লিক করুন। এবার যে আইকনটি পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করে Change Icon বাটনে ক্লিক করুন। প্রাপ্ত আইকনসমূহের মধ্যে আপনার যদি কোনটি পছন্দ হয় তবে তা সিলেক্ট করে OK বাটনে ক্লিক করুন। অথবা আপনার যদি কোন পছন্দের আইকন থাকে তবে তা Browse বাটনে ক্লিক করে দিয়ে দিন। আপনি ইচ্ছে করলে exe, dll ইত্যাদি ফাইলে ইমবেড করা আইকনগুলোও ব্যবহার করতে পারেন। এছাড়া এক বান্ডেল আইকন পাওয়ার জন্য Browse বাটনের পাশের বক্সে %SystemRoot%\system32\SHELL32.dll টাইপ করে Enter চাপুন। আপনার পছন্দের আইকনটি সিলেক্ট করার পর OK বাটনে ক্লিক করে করে ডায়ালগ বক্সগুলো বন্ধ করুন।

No comments:

Post a Comment