নিরাপদভাবে ই-মেইল আদান-প্রদানের জন্য জনপ্রিয় ই-মেইল সফটওয়্যার হচ্ছে থান্ডারবার্ড। মজিলা ফাউন্ডেশনের তৈরি জনপ্রিয় এই সফটওয়্যারের ৩.০ সংস্করণ সম্প্রতি প্রকাশিত হয়েছে।
মুক্ত এ সফটওয়্যারটি আগের সংস্করণের চেয়ে অনেক দ্রুত, ব্যবহারে সহজ ও নিরাপদ। ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সুবিধা দিতে নতুন এ সংস্করণে যুক্ত হয়েছে ট্যাবভিত্তিক ই-মেইল খোঁজা, অ্যাডভান্স ই-মেইল খোঁজা এবং ফিল্টারিং, নতুন অ্যাড অন ম্যানেজার, বার্তা সংক্ষিপ্ত আকারে দেখাসহ বেশ কিছু নতুন বৈশিষ্ট্য। পাশাপাশি যুক্ত হয়েছে আগের সংস্করণের চেয়ে আরও বেশি উন্নত নিরাপত্তা এবং বিশেষ প্রতিরোধব্যবস্থা। ইংরেজির পাশাপাশি অংকুরের সহযোগিতায় সম্পূর্ণ বাংলায় এ সংস্করণ পাওয়া যাচ্ছে।
এতে থান্ডারবার্ডের সব ধরনের সুবিধা বাংলায় পাওয়া যাবে। ৮.৪ মেগাবাইটের নতুন এ বাংলা সংস্করণটি www.mozillamessaging.com/bn-BD ঠিকানার সাইট থেকে বিনামূল্যে নামিয়ে (ডাউনলোড) নেওয়া যাবে। সংস্করণটি ব্যবহারের ক্ষেত্রে সমস্যা কিংবা পরামর্শের জন্য feedback@ankur.org.bd ঠিকানায় ই-মেইল করা যাবে।
No comments:
Post a Comment