x9Vqys1dSq61ciaKAbaEFXEh5M0 Kholabangla: উইন্ডোজের সমস্যা হলে তার সমাধান

Menu Bar

Sunday, April 18, 2010

উইন্ডোজের সমস্যা হলে তার সমাধান

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ফাইল নষ্ট হলে বা পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কোনো সমস্যা হলে নতুন করে ইনস্টল করতে হয়। সে ক্ষেত্রে তথ্য উদ্ধার করা বেশ ঝামেলার হয়। কিন্তু যদি হাতের কাছে স্পটমাউ পাওয়ার স্যুট ২০০৯-এর সিডি থাকে, তাহলে সহজেই এসব সমস্যার সমাধান করা যায়। এই সফটওয়্যার উইন্ডোজের সব সংস্করণেকাজ করবে। সফটওয়্যারটি নামানোর ১১টি ঠিকানা এবং আরও বিভিন্ন সফটওয়্যরের তথ্য পাওয়া যাবে http://takingsoftware.
blogspot.com ঠিকানার ওয়েবসাইটে।

No comments:

Post a Comment