x9Vqys1dSq61ciaKAbaEFXEh5M0 Kholabangla: ভিএলসি প্লেয়ার দিয়ে চলবে চার হাজার রেডিও

Menu Bar

Sunday, April 18, 2010

ভিএলসি প্লেয়ার দিয়ে চলবে চার হাজার রেডিও

গান শোনা ও ভিডিও দেখার মুক্ত সফটওয়্যার ভিএলসি এখন বেশ জনপ্রিয় একটি সফটওয়্যার।উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, বিএসডি, সোলারিসসহ প্রায় সব ধরনের অপারেটিং সিস্টেমে চলেএটি। আবার কোনো অপারেটিং সিস্টেমের উপযোগী ভিএলসি না পাওয়া গেলে এর প্রোগ্রামিং সংকেত (সোর্সকোড) থেকেও এটি ব্যবহার করা যাবে।সব ধরনের মিডিয়া ফাইল অর্থাত্ অডিও এবং ভিডিও ফাইল চালানো সম্ভব এই একটি মাত্র মিডিয়া প্লেয়ারে। অন্য কোনো সফটওয়্যার বা কোডেক ছাড়াই এটি নিজেস্ব কোডবেজ থেকেই চালাতে পারে সফটওয়্যারটি। ডেস্কটপ কম্পিউটারে ইনস্টল করে তো বটেই, এর বহনযোগ্য সংস্করণ পাওয়া যায় কম্পিউটারে ইনস্টল না করেই পেনড্রাইভ থেকে চালানো যায়।
প্রতিনিয়ত এই সফটওয়্যার হালনাগাদ করা হচ্ছে, সেই সঙ্গে চলছে নতুন নতুন সুবিধা যোগ করার কাজ। ভিএলসি প্লেয়ারের ১.০.০ সংস্করণে নতুন সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো অনলাইন রেডিও। এতে চার হাজারেরও বেশি অনলাইন রেডিও শোনা যায়।অনলাইন রেডিও চালানোর অন্য অনেক সফটওয়্যার থেকে এর সুবিধা হলো, এটি সব অপারেটিং সিস্টেমে চলে।তাই একই সফটওয়্যার ইন্টারফেস ব্যবহার করা যাবে সবগুলো অপারেটিং সিস্টেমে। তবে এ জন্য অপশন ব্যবহার করতে হবে।
ভিএলসি প্লেয়ারের নতুন সংস্করণটি ইনস্টলের পর এটি চালু করুন। এবার Media\Services Discovery মেনু থেকে Shoutcast radio listings-এর পাশে টিক চিহ্ন দিন।
এরপর View\Playlist নির্বাচন করলে নতুন একটি উইন্ডো আসবে এবং সেখানে বাঁ পাশের প্যানেল থেকে Shoutcast radio listings নির্বাচন করুন। এর ফলে বিভিন্ন ধরনের গানের একটি তালিকা দেখা যাবে। সেখান থেকে যে বিভাগ নির্বাচন করা হবে, সেই ধরনের রেডিও স্টেশনের নাম দেখা যাবে।
শুধু মিডিয়া প্লেয়ার হিসেবে ব্যবহার করা ছাড়াও এটি মিডিয়া কনভার্টার, আইপি ৪ এবং ৬ নেটওয়ার্কের সার্ভারে মিডিয়া ফাইল স্ট্রিমের কাজেও ব্যবহার করা যায়। ভিএলসির সর্বশেষ সংস্করণটি পাওয়া যাবে www.videolan.org ঠিকানার ওয়েবসাইট থেকে।

No comments:

Post a Comment