x9Vqys1dSq61ciaKAbaEFXEh5M0 Kholabangla: ফটোশপে সাদাকালো ছবি রঙিন করুন

Menu Bar

Sunday, April 18, 2010

ফটোশপে সাদাকালো ছবি রঙিন করুন

অ্যাডবি ফটোশপ দিয়ে ইচ্ছে করলে যেকোনো সাদাকালো ছবি রঙিন করা যায়। এ জন্য যে ছবিটি রঙিন করবেন প্রথমে তা ফটোশপের মাধ্যমে খুলুন। এবার Image/Mode থেকে CMYK Colour নির্বাচিত করুন। এখন Q চেপে quick mask মুড সক্রিয় করুন। এবার ব্রাশ টুল থেকে ব্রাশ নিন এবং ছবির যে অংশটুকু রঙিন করতে চান সেটুকু সতর্কতার সঙ্গে পেইন্ট করুন। সবার আগে ত্বকের অংশ দিয়ে শুরু করুন। ব্রাশের কাজ শেষ হলে Q চেপে নরমাল মুডে ফিরে আসুন। খেয়াল করুন ছবিটিতে সিলেকশন তৈরি হয়েছে।
এবার Select/Inverse-এ Ctrl+Shift+I ক্লিক করুন। এবার Layer থেকে New Adjustment Layer-এ যান। Colourize-এ টিক চিহ্ন দিন এবং এখানে Shadows, Midtones ও Highlights-এর স্লাইডার মুভ করতে থাকুন যতক্ষণ না মনের মতো রং পাচ্ছেন। আর একটু নিখুঁত করার জন্য Layer/New Adjustment Layer/Curves-এ যান এবং এখানে যে চেক বক্স আসবে তাতে একট নাম দেওয়ার জন্য ok করুন। এবার File/Save as-এ গিয়ে ছবিটি jpg ফরম্যাটে সংরক্ষণ (সেভ) করুন।

No comments:

Post a Comment