x9Vqys1dSq61ciaKAbaEFXEh5M0 Kholabangla: সহজেই এক ফাইলে একাধিক ফন্ট

Menu Bar

Sunday, April 18, 2010

সহজেই এক ফাইলে একাধিক ফন্ট

মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ফাইল তৈরি করতে গিয়ে একই ফাইলে একাধিক ফন্ট ব্যবহার করার দরকার হতে পারে। যেমন: বাংলা ফন্ট ‘সুতন্নি এমজে’ বা ইংরেজি ফন্ট ‘টাইমস নিউ রোমান’। এভাবে একটি বড় ফাইলে বারবার ফন্ট নির্বাচন করা যথেষ্ট সময়সাপেক্ষ এবং বিরক্তিকর ব্যাপার। কাজেই যেসব ফন্ট বারবার দরকার হবে, সেগুলোর শর্টকাট যদি টুলবারে আগে থেকে রেখে দেওয়া যায়, তাহলে খুব কম সময়ে বিভিন্ন ফন্ট ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করা যাবে।
এর জন্য মাইক্রোসফট ওয়ার্ড খুলে মেনুবার বা টুলবারের ওপর কার্সর রেখে ডান ক্লিক করে ‘customize’-এ যান।এর পর কাস্টমাইজ উইন্ডোতে ‘commands’ ট্যাবে ক্লিক করলে categories এবং commands নামের পাশাপাশি দুটি বক্স দেখা যাবে। categories বক্স থেকে ফন্ট নির্ধারণ করলে ‘কমান্ডস’ বক্সে সব ফন্ট দেখা যাবে। যেকোনো ফন্টকে টেনে এনে মেনুবার বা টুলবারের ওপর যেকোনো জায়গায় ছেড়ে দিন (ড্র্যাগ অ্যান্ড ড্রপ)। এভাবে যতগুলো ফন্ট দরকার টেনে আনুন।মেনুবার বা টুলবারের ওপর ফন্টের নাম দেখা যাবে। এরপর প্রয়োজনমতো যেকোনো ফন্টের ওপর ক্লিক করে বাংলা বা ইংরেজি কিবোর্ড নির্বাচন করে কাজ করতে পারবেন।

No comments:

Post a Comment