x9Vqys1dSq61ciaKAbaEFXEh5M0 Kholabangla: টুইট দিয়ে তৈরি করুন টুইটবুক

Menu Bar

Sunday, April 18, 2010

টুইট দিয়ে তৈরি করুন টুইটবুক

জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে যাঁরা তাত্ক্ষণিক বার্তা (স্ট্যাটাস) দেন তাঁরা ইচ্ছে করলেই সহজেই টুইটারের সব তাত্ক্ষণিক বার্তাগুলোকে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ) হিসাবে টুইট বই বানাতে পারেন। এই ই-বুক টুইটার ব্যবহারকারীর সব টুইট বছর, মাস ও তারিখের ক্রমবিন্যাস হিসেবে প্রকাশিত হবে। টুইট বই তৈরির জন্য www.tweetbook.in সাইটে গিয়ে Sign in with Twitter বাটনে ক্লিক করে টুইটারের ব্যবহারকারী নাম এবং গোপন সাংকেতিক নম্বর (পাসওয়ার্ড) দিয়ে Allow বাটনে ক্লিক করুন। তাহলে টুইটার ব্যবহারকারী কিছুক্ষণের মধ্যে মূল সাইটে ফিরে আসবেন।
এবার Generate PDF বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে পিডিএফ ফাইল তৈরি হবে এবং Download PDF লিংক আসবে। এই পিডিএফ ই-বুকটি নামিয়ে নিন (ডাউনলোড)। আর পিডিএফ ফাইলটি টুইটারে শেয়ার করতে চাইলে Share! ট্যাবে গিয়ে Share Tweet PDF file! বাটনে ক্লিক করলে একটি লিংক তৈরি হবে। এর ডানে Tweet it! বাটনে ক্লিক করুন। তাহলে টুইটারে চলে আসবেন। এখানে update বাটনে ক্লিক করলে আপডেট হবে।

No comments:

Post a Comment