বিভিন্ন প্রয়োজনে অনেকেই ইংরেজি শব্দের বাংলা অর্থ খুঁজতে বাংলা অভিধান লাগেই।এরপর অভিধানের পৃষ্ঠার পর পৃষ্ঠা খুঁজে বের করতে হয় কাঙ্ক্ষিত শব্দার্থটি। এ কাজটি বর্তমানে খুব সহজে ইন্টারনেটেই করা সম্ভব। ইন্টারনেটে চালু হওয়া বাংলা অভিধান দরজায় (www.doroja.com) কড়া নাড়লেই শব্দে অর্থ জানা যাবে।
‘ইন্টারনেটে সক্রিয় অভিধান’ স্লোগানে চালু হওয়া এ সাইটের মাধ্যমে ইংরেজি শব্দের বাংলা অর্থের পাশাপাশি ইংরেজি থেকে ইংরেজি শব্দের বিস্তারিত অর্থও জানা যাবে। বিশেষ করে, কোনো ইংরেজি সাইটে গিয়ে নির্ধারিত শব্দের অর্থ না পেলে খুঁজতে হয় অভিধান। এ সমস্যাটুকু খুব সহজে এ সাইটের মাধ্যমে সমাধান সম্ভব।
এ সাইটের মাধ্যমে যেকোনো ওয়েবসাইটে গিয়ে কাঙ্ক্ষিত শব্দের ওপর দুই ক্লিক করলেই ওই শব্দের বাংলা অর্থ পাওয়া যাবে। এ ছাড়া এ সাইটে রয়েছে অনলাইন সংবাদমাধ্যমের লিংক।
বিনামূল্যে অনলাইন লাইব্রেরি লিংকের পাশাপাশি গ্রাহকদের জন্য রয়েছে ফোরাম সুবিধা।
No comments:
Post a Comment